Showing posts with label টুকিটাকি খবর. Show all posts
Showing posts with label টুকিটাকি খবর. Show all posts

Monday 12 March 2012

যে কয়েকটি সাইট মাতিয়ে রেখেছে গোটা সাইবার দুনিয়া!

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم   

(প্রথমে সবাইকে আমার সালাম। টেকটুইটসের আগামি দিনের পথ চলার সঙ্গি হতে পেরে আমি খুবিই খুশি।এই সাইটির উজ্জ্বল পথ চলা কামনা করছি এবং এই সাইটটি বাংলাদেশের তথ্য প্রযুক্তিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে এই প্রত্যাশা করছি।আমার প্রথম পোস্টে সবাইকে সবাগতম)

 www.google.com

আমরা রুপকথা গল্পে ‘আলাদিনের চেরাগ’এর কথা শুনেছি, যেটা দিয়ে ‘যা ইচ্ছে তাই করা’ যেতো। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যদি ‘আলাদিনের চেরাগ’ এর স্থান কেউ নিতে পারে তবে সেটা এই “গুগল’’।বিশ্বের এক নম্বর এই সার্চ ইঞ্জিনটি এখন সাইবার দুনিয়ার মধ্যমনি। শুধু সাইট বের করা নয়, ছবি, ভিডিও, তথ্য ইত্যাদির জন্য এটি অভয়ারন্য।

 www.facebook.com

এই সাইটি নিয়ে কিছু বলতে গেলে কম বলা হয়ে যায়। World Wibe Web এর জনক বার্নাস লী সম্প্রতি ‘Scientific American’ জার্নালে ‘ফেসবুক’ নিয়ে সমালোচনা করলেও ৫০ কোটি মানুষের হ্রদয়ে স্থান করে নিয়েছে অবিশ্বাস্য জনপ্রিও এই সাইটি। বর্তমান ব্যস্ততার এই বিশ্বে সামাজিক সেতু বন্ধনের দায়িত্ব অনেকটাই ‘ফেসবুক’ নিয়ে নিয়েছে।

 www.wikileaks.com

সম্প্রতি সাইবার দুনিয়ার বাহিরেও গনমানুষের মনে সত্য ও সাহসিকতার যে পুজারী স্থান করে নিয়েছেন তিনি হলেন জুলিয়াস অ্যাসাঞ্জ তথা ‘উইকিলিক্সের’ প্রতিষ্ঠাতা।
সমগ্র বিশ্বের অজানা ঘটনার গোপন ও স্পর্শকাতর তথ্য প্রকাশ করে তিনি সাড়া তুলেন।
২০০৬ সালে জন্ম হওয়া এই সাইটটি প্রথম বছরেই এক কোটিরও বেশি নথিপত্র প্রকাশ করে নিজের পটেনশিয়ালিটির কথা জানান দেয়।বাংলাদেশর RAB সম্পর্কে এই সাইটে নানান গোপন তথ্য প্রকাশ করা হয় ।

 www.word-press.com

ব্লগ হোস্টিং কথা আসলেই প্রথমে আসে এই সাইটের নাম। ওপেনসোরস হওয়ায় এই সাইটটিকে কখনোই পিছু ফিরে তাকাতে হয়নি। যার প্রমান মিলে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত এক কোটির চেয়ে বেশি ব্লগ সাইট ওয়াডপ্রেসে হোস্টিং করা আছে দেখে।ওয়াডপ্রেসে ওয়েব সাইট ‘google addsense’ এর বিজ্ঞাপনের টাকায় কার্যক্রম পরিচালনা করে।

  

 www.somewhereinblog.com

সময়ের সাথে বাংলাদেশের ব্লগ অগ্রযাত্রার পথিক্রিত হয়ে উঠেছে এই সাইটটি। বিশ্বের সর্বপ্রথম এবং বৃহত্তম বাংলা ব্লগ সাইট হলো এই ‘সামহোয়ারইনব্লগ’। তবে পেশাদারিত্বের পরিচয় দিতে গিয়ে মডারেটরদের ‘terms & condition apply’ সম্পর্কিত নিশ্চুপ তথা সল্প ভূমিকা ও ব্লগারদের ভাষায় ব্যবহার ও নীতিমালার তোয়াক্কা না করায় কিছুটা সমালোচিতো এই বাংলা ব্লগ সাইটটি।

 www.bdnews24.com

বাংলাদেশের সরবপ্রথম অনলাইন পত্রিকা ‘বিডিনিউজ২৪’ বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ প্রচার করে থাকে। তথাপি দেশের মানুষের আস্থা অর্জন করে এখন জনপ্রিয়তার তুঙ্গে। পাশপাশি বেসরকারি টিভি চ্যানেল ও সংবাদ পত্রগুলুকে সংবাদ সরবরাহ করে থাকে এই ওয়েব সাইটটি। দেশ বিদেশের তাজা খবর প্রচারের জন্য অসংখ্য মানুষ প্রতিনিয়ত এই সাইটে ভিজিট করে থাকে।

 www.protho-alo.com

দেশের শির্ষস্থানীয় প্রতিদিনের পত্রিকা ‘প্রথমআলো’র অনলাইন সংস্কারন হলো সাইট। প্রতিনিয়ত খবর সংস্কারনের কারনে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ভিজিট করছে এই সাইটে। তাছাড়া বেসরকারি রেডিও চ্যনেল “abc radio’’র সংবাদ শিরোনাম আপনি সবসময় শুনতে পারবেন দেশ সেরা এই ওয়েব সাইটে।
 এরকম দেশ বিদেশের আরো কয়েকটি জনপ্রিও সাইত হলো;

-www.twitter.com (সোশাল নেটওয়ার্ক)

-www.download.com (নানা রকম সফটওয়্যার ডাউনলোদের জন্য)

-www.nasa.gov (মহাশূন্য গবেষনা কেন্দ্র NASA-র সাইট)

-www.amazon.com (অনলাইনে সকল প্রকার জন্য কেনাকাটার সাইট)

-www.cell-bazaar.com (অনলাইনে সকল প্রকার কেনাকাটার জন্য বাংলাদেশী সাইট)

-www.murchona.com (নানা রকম গান, বই, নাটকের জন্য)  

                 http://techour24.blogspot.com

বিশ্বের ৫০ প্রভাবশালীর স্থান পেয়েছেন বাংলাদেশী ২ জন কিংবদন্তী

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 
 
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০ উদ্যোক্তার একটি তালিকা প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স ও কাউট। সেখানে যুক্তরাষ্ট্রে বড় হওয়া দুই বাংলাদেশী বিশ্বের ৫০ প্রভাবশালীর তালিকাভুক্ত হয়েছেন। এদের একজন হলেন সুমাইয়া কাজী (২৭) ও অপরজন সালমান খান। । সে তালিকার ১৬ নম্বরে স্থান পেয়েছেন সুমাইয়া কাজী। অপরদিকে বিনামূল্যে অনলাইনে অংক শেখানোর পদ্ধতি আবিষ্কার করে বাংলাদেশী সালমান খান বিশ্বব্যাপী সাড়া জাগানোর পর ব্রিটেনের ‘উইয়ার্ড’ (রিৎবফ) ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত বিশ্বের পরিবর্তনসাধনে সক্ষম ৫০ ব্যক্তির তালিকাভুক্ত হয়েছেন। সালমান খানের ক্রমিক নম্বরও ১৬।
আটলান্টিকের দুই পাড়ের দুটি খ্যাতিমান সংস্থার এ তালিকায় দক্ষিণ এশিয়ার আর কেউ নেই। কয়েক মাস আগে বিশ্বের ১০০ জন উদ্যমী মানুষের একজন হিসেবে বাংলাদেশী আমেরিকান ড. রায়ান সাদীর নাম উঠে এসেছিল। সুমাইয়া কাজী, সালমান খান এবং ড. সাদীর অবিস্মরণীয় প্রতিভা শক্তির এ স্বীকৃতি যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উৎফুল্ল করেছে।
•।• একনজরে সালমান খান •।•
► জন্ম যুক্তরাষ্ট্রের লুজিয়ানায়
►বিশ্ববিখ্যাত এমআইটি থেকে তিনি ৩টি ডিগ্রি নিয়েছেন। ব্যাচেলর অব সায়েন্স করেন অংকে, ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্প্যুটার সায়েন্সে।
►এমএস করেছেন কম্প্যুটার সায়েন্স ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।
►এমবিএ করেছেন আরেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে।
►►ইয়াহু ডুডল নোটপ্যাডে তিনি তার কাজিন নাদিয়াকে ২০০৪ সালে অংক শেখাতে শেখাতে ইউটিউবে টিউটোরিংয়ের আইডিয়া উদ্ভাবন করেন। এরপর প্রতিষ্ঠা করেন খান একাডেমি। এমন চমকপ্রদ পদ্ধতিতে শিাদানের প্রতি সালমান খান এতই ব্যস্ত হয়ে উঠেন যে ২০০৯ সালে চাকরি ছেড়ে দিয়েছেন।
►► তার কাজের বিস্তারিত বর্ণনা পাবেন এখানে- http://www.khanacademy.org/
•।• একনজরে সুমাইয়া কাজী •।•
►সুমাইয়া কাজী তার মা-বাবা-ভাই-বোনদের সাথে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো বে এলাকায় থাকেন।
►লেখাপড়ার ফাঁকে তিনি সমাজসেবায় মনোনিবেশ করেন।
►►২০০৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘কালচারাল কানেক্ট ডট কম’ তথা টিসিসিসি।
►ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বারকেলী থেকে মার্কেটিং ও স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে উচ্চতর ডিগ্রি নেন।
►►‘কালচারাল কানেক্ট ডট কম’ থেকে সাপ্তাহিক ৫টি ই-ম্যাগাজিন। এগুলোর মধ্যে দ্য দেশী কানেক্ট অন্যতম। শতাধিক দেশে এসব ম্যাগাজিনের গ্রাহক সংখ্যা ৫০ হাজারের বেশী। ৩ স্টাফ নিয়ে শুরু এসব ম্যাগাজিনে বর্তমানে অর্ধ শত স্টাফ কাজ করছেন।
►বর্তমানে দুটি দেশের ৮ অঙ্গরাজ্যের ১৮ সিটিতে অফিস আছে তাদের টীমের।
►►২০০৬ সালে বিজনেস উইক ম্যাগাজিন কর্তৃক বিশ্বের সেরা ৭৫ মহিলা উদ্যোক্তার একজন হিসেবে স্বীকৃতি পান।
►►সর্বশেষ গত ১৪ ফেব্র্রয়ারি ‘রয়টারস এবং কাউট’ প্রকাশ করেছে ওয়েবসাইটে সবচেয়ে প্রভাবশালী ৫০ কর্মকর্তা-উদ্যোক্তার তালিকা। সেখানে ১৬ নম্বরে রয়েছেন সুমাইয়া কাজী।
প্রবাসে স্ব স্ব ক্ষেত্রে বিশেষভাবে পারদর্শীদের অংশগ্রহণে গত ৩ বছর যাবত নিউইয়র্কে এবিসি কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। সামনের জুন মাসের শেষ সপ্তাহে দুদিনের এবিসি কনভেনশন অনুষ্ঠিত হবে এবং উপরোক্ত ৩ জনকেই বিশেষ সম্মান প্রদর্শন করা হবে বলে এবিসি কনভেনশন কমিটির কর্মকর্তারা বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন।

বিজয় সফটওয়্যারে ট্রোজান : গোপনে গ্রাহকের তথ্য চুরি করছেন মোস্তফা জব্বার!

 بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 

তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে পরিচিত মোস্তফা জব্বার তার বিজয় সফটওয়্যারে ক্ষতিকর কোড সংযোজন করে গ্রাহকের তথ্য চুরি করছেন দীর্ঘদিন ধরেই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তার সাম্প্রতিকতম সফটওয়্যার ‘বিজয় একুশে’ এবং ‘বিজয় একাত্তরে’ এই ধরনের কোডের খোঁজ মিলেছে। বিজয় সফটওয়্যারের উল্লেখিত দুটি সংস্করণেই TR/Spy.Gen নামের একটি ট্রোজানের অস্তিত্ব পাওয়া গেছে। সুপরিচিত এভিরা অ্যান্টিভাইরাস তাদের ভাইরাস ল্যাবের বিবরণীতে জানাচ্ছে, ট্রোজানটির কাজই হচ্ছে ব্যবহারকারীর তথ্য চুরি করা।

ভাইরাস ল্যাবের বিবরণী: http://www.avira.com/en/support-threats-summary/tid/3648/threat/TR.Spy.Gen

মোস্তফা জব্বার বিজয়ের ভেতরে প্রায়ই নানা ধরনের সফটওয়্যার ভরে দিয়ে থাকেন। তাতে অজান্তে ভাইরাস লুকিয়ে থাকতেই পারে। ভাবলাম, সেরকম কিছু নয় তো? সেই ভাবনা থেকে বিজয় একুশের মূল ইএক্সই ফাইলটিকে এক্সট্রাক্ট করে দেখলাম। পাওয়া গেল পাঁচটি ফোল্ডার – app, fonts, userappdata, embedded এবং sys. এর মধ্যে app ফোল্ডারে বিজয়ের মূল ফাইলগুলোর দেখা মিলল। এবং বিস্ময়করভাবে এভিরা অ্যান্টিভাইরাস সেখানেই “Bijoy Ekushe,1″ নামের একটি ইএক্সই ফাইলের ভেতর থেকে একটি ভাইরাস খুঁজে বের করে ফেললো। তবু দ্বিধা কাটে না। ফলে অনলাইনভিত্তিক সুপরিচিত ভাইরাস স্ক্যানার জট্টি এবং ভাইরাস টোটালের শরণাপন্ন হতেই হল। সেখানেও ফলাফল একই। ভাইরাস টোটালে দেখা গেল, গত বছরের ১৫ জুন কোনো এক ইউজারের পরীক্ষাতেও বিজয়ে এই ট্রোজানটির খোঁজ পাওয়া গিয়েছিল।

বিজয় একুশের মূল ইএক্সই ফাইল: http://legroom.net/software/uniextract


>> গ্রাহকের ‘তথ্য বা উপাত্ত নিয়ে’ কিসের কাজ? <<


বিজয় সফটওয়্যারে ট্রোজানের অস্তিত্ব হেলাফেলার বিষয় নয়, আবার ফলস বলে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। কারণ মোস্তফা জব্বার তার নিজের সাইটে দেওয়া বিজয়ের নির্দেশিকায় স্পষ্টভাবেই জানাচ্ছেন – “ইন্সটল বিজয় কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবস্থা থেকে তথ্য বা উপাত্ত নিয়ে কাজ করে। এজন্য কম্পিউটারে অন্তত পক্ষে নেটওয়ার্ক ব্যবস্থার অংশ হিসেবে নেটওয়ার্ক কার্ড থাকতে হবে। কম্পিউটারের মাদারবোর্ডে নেটওয়ার্ক বিল্টইন থাকতে পারে। আবার আলাদা নেটওয়ার্ক কার্ড স্থাপন করতে হতে পারে। আনন্দ কম্পিউটার্স সফটওয়্যারের সাথে একটি নেটওয়ার্ক কার্ড সরবরাহ করতে পারে। এই অবস্থায় নেটওয়ার্ক কার্ডের পাসওয়ার্ডও প্রদান করা হয়।…”

বিজয়ের নির্দেশিকা: http://www.bijoyekushe.net/index.php?action=bijoy71_Win

>> যে প্রশ্নের উত্তর জানা জরুরি<<


ইন্টারনেটভিত্তিক নানা কাজে অভ্রের একচ্ছত্র চাহিদা থাকলেও বাংলাভাষী প্রচুর মানুষ পেশাদারি নানা কাজে বিজয় সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। সেই সফটওয়্যারে গোপনে ক্ষতিকর কোড সংযোজন করে মোস্তফা জব্বার কী করছেন – এই প্রশ্নের উত্তরটি জানা জরুরি।

বাংলাদেশে চালু হলো অ্যালার্টপে

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে আন্তর্জাতিক অনলাইন লেনদেন প্রদানকারী প্রতিষ্ঠান (পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার) অ্যালার্টপের সেবা। বাংলাদেশে এই সেবা দেবে অ্যালার্টপে অনুমোদিত দেশীয় প্রতিষ্ঠান ক্যাসাডা টেকনোলজি লিমিটেড।

বিশ্বব্যাপী অর্থআনার ক্ষেত্রে জনপ্রিয় একটি সেবা অ্যালার্টপে। এর মাধ্যমে আউটসোর্সিং কাজে জড়িত মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) সহজেই দেশে অর্থআনতে পারবেন। ক্যাসাডার প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জামাল শাহ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এসই১৫ নীতিমালা অনুযায়ী অ্যালার্টপে বাংলাদেশে সেবা দেওয়া শুরু করেছে।

দেশের ফ্রিল্যান্সারসহ বিভিন্ন প্রযুক্তি-প্রতিষ্ঠানের পারিশ্রমিক বা বিলের অর্থ আনার সহজ পদ্ধতির অভাবে অনেকেই সমস্যায় পড়ছিলেন। আমরা আশা করছি, অ্যালার্টপের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব হবে।’

বর্তমানে দেশে আউটসোর্সিংয়ের কাজ করছেন অনেক তরুণ। আন্তর্জাতিক আউটসোর্সিং বাজারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ইন্টারনেট বিপণন, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, অ্যাপ্লিকেশন তৈরি, লেখালেখিসহ বিভিন্ন কাজের সঙ্গে জড়িত দেশের অনেক তরুণ। এ বিষয়ে ফ্রিল্যান্সার জাকারিয়া চৌধুরী বলেন, সাধারণত পিটিসি ওয়েবসাইটগুলোতে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য অ্যালার্টপে খুবই কাজের। এ ছাড়া অন্যান্য আউটসোর্সিং ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে সম্পর্ক ভালো হলে এই মাধ্যমে টাকা আনা যাবে। সে হিসাবে অ্যালার্টপে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত অনেককে সাহায্য করবে।

অ্যালার্টপেতে নিজের অ্যাকাউন্ট খোলা যাবে www.alertpay.com/en/bangladesh.aspx ঠিকানা থেকে। প্রতি সর্বোচ্চ ৫০০ ডলার লেনদেনের জন্য বাংলাদেশি ২৪০ টাকা ফি দিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করা যাবে। বাংলাদেশে ব্যাংক এশিয়ার সঙ্গে অ্যালার্টপে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন জামাল শাহ। তবে অন্যান্য ব্যাংকের মাধ্যমেও অ্যালার্টপে থেকে টাকা তোলা যাবে বলে জানিয়েছেন তিনি।

তথ্য- সুত্র:  প্রথম আলো

বন্ধুকে চমকে দিন এখনই, অনলাইনে গিফট পাঠিয়ে

 بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 


এখনই ডট কম নিয়ে এসেছে ‘বন্ধুর জন্য কিনুন’ নামে একটি আকর্ষণীয় ফিচার। এর মাধ্যমে আপনি বা আপনার বন্ধু যেখানেই থাকুন না কেন, আপনার পাঠানো উপহার পেঁৗছে যাবে ঠিক সময়মতো। এখনই ডট কম-এর প্রতিটি অফারের ভেতর পাওয়া যাবে ‘বন্ধুর জন্য কিনুন’ নামে একটি অপশন। বন্ধুর জন্য কিনতে রেজিস্ট্রেশন করুন এবং এই অপশনে ক্লিক করে আপনার এবং আপনার বন্ধুর নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, ফোন নম্বর এগুলো নির্দিষ্ট ঘরে লিখুন। কেনার সব প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার বন্ধুর মোবাইলে আপনার নাম দিয়ে একটা মোবাইল কুপন চলে যাবে। এছাড়া আপনি এবং আপনার বন্ধু দুজনই পাবেন ই-মেইল কনফারমেশন। বাংলাদেশের যে কোন জায়গাতেই আপনি আপনার উপহার পাঠাতে পারবেন। প্রায়ই অনেককে প্রিয়জনের জন্মদিন বা অন্য কোন উপলক্ষে উপহার কিনতে হয়। কিন্তু ব্যস্ততার কারণে সম্ভব হয় না। এক্ষেত্রে এখনই ডট কম-এর মাধ্যমে কেনা উপহার আপনাকে দিতে পারে হাজারও ঝামেলা থেকে মুক্তি। এছাড়া এখনই ডট কম-এর ‘বন্ধুর জন্য কিনুন’ সুবিধার মাধ্যমে আপনিও পারেন আপনার প্রিয়জনকে চমকে দিতে।

এখনই ডট কম দেশে শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইট। শুধু রেজিস্টার্ড সদস্যরা এর মাধ্যমে সারাবছরই মানসম্পন্ন পণ্য-সেবার কুপন কিনতে পারেন বিশেষ ছাড়ে। এখনই ডট কম-এ রেজিস্ট্রেশন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

ওয়েবঃ  www.akhoni.com