Sunday, 22 April 2012

নামাযে প্রচলিত ভুল-ত্রুটি

                                    بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم ভূমিকা : সর্বশ্রেষ্ঠ ইবাদত ছালাত আদায় করার ক্ষেত্রে মুমিন সর্বাধিক সতর্ক হবে। যথাসম্ভব নির্ভূলভাবে ছালাত সম্পাদন করতে সচেষ্ট হবে।ছালাতের ফরয, ওয়াজিব, সুন্নাত এবং ছালাতের পূর্বাপর বিষয়গুলো গুরুত্বসহকারে বিশুদ্ধভাবে পালন করবে। তার ছালাত নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ছালাতের সাথে...

তথাকথিত আশেকে রাসুল, ভন্ড পীর সুফী সম্রাট দেওয়ানবাগী !

মন্তব্য-১# সে নাকি স্বপ্নে দেখেছে রাসুল সা.রওজায়ে আতহারে ময়লা আবর্জনায় শুয়ে আছেন (নাউজুবিল্লাহ) তারপরে সে নাকি তা পরিচ্ছন্ন করে দিয়েছে। রাসুল সা. কে কেউ স্বপ্নে খারাপ অবস্থায় দেখলে বুঝতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে।মন্তব্য-2# তাকে জিজ্ঞাসা করা হল আপনার উপর তো হজ্জ ফরজ, তো আপনি হজ্জ করেন নাকেন? সে বলল: জিবরাঈল আমার ঘরে কা'বা শরীফ নিয়ে আসে এবং আমি ঘরে বসেই হজ্জ করি। এমনকি রাসুল সা. মদীনা থেকে মক্কায় গিয়ে হজ্জ করেছেন আর তিনি ঘরে বসেই হজ্জ করে ফেলেন।বলুন এসব ব্যাপার কি সহ্য করা যায়? আল্লাহ জানেন এই অপরাধের কী শাস্তি হতে...

এপ্রিল ফুল নিয়ে কিছু কথা ।

এপ্রিল ফুল এর ইতিহাস বড়ই বেদনাদায়ক।এখন থেকে প্রায় ৫০০ বছর আগে স্পেন ছিল মুসলিমদের দেশ। এইদেশটি মুসলিমদের নিয়ন্ত্রনে ছিল প্রায় আট শত বছর। ক্রসেড-রা দীর্ঘদিন ধরে স্পেনকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। এজন্য তারা ধর্ম যুদ্ধের নামে বিভিন্ন সময় স্পেনে আক্রমন করত। কিন্তু স্পেনেরমুসলিমদের সাথে যুদ্ধ করে তারা বরাবরই পরাজিত হত। মুসলিমরা এইদেশটাকে এতটাই আধুনিক ভাবে সাজিযে ছিল , যা ছিল সত্যিই অসাধারণ।আজও স্পেনের সেই শহরগুলো এক একটি অপূর্ব ঐতিহাসিক নিদর্শন।যাহ মানুষকে এখনও মুগ্ধ করে। মুসলিমরা ভালই ছিল স্পেনে। কিন্তুএকটা পর্যায়ে মুসলিমরা ইসলাম হতে...

Saturday, 21 April 2012

কিছু চমত্কার ইসলামিক নিদর্শন

পাশ্চাত্য মিডিয়া তে এই ছবি টি কখন ই প্রকাশ হবেনাতবে যে তাদের দম্ভ বিনাশ হবেএই ছবি টি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ সুনামির ধ্বংসযজ্ঞের পরবর্তী ছবিপুরো এলাকা বিধ্বস্ত মাঝেদারিয়ে আছে আল্লাহর ঘর-মসজিদ সুবহানাল্লাহ আর যারা বলবেন এটা ঘটনাক্রমে মাত্র ! তাদের বলছি এরকম কয়েকটা ঘটনার প্রমান আছে আরও !সব ই শুধুই ঘটনাক্রমে !!! জম জম কুপের পানি আল্লাহররহমতস্বরুপ। শিশু হজরত ইসমাইল ওতার মা'কে যখন আল্লাহরনির্দেশে হজরত ইব্রাহিম (আঃ ) নির্জনমরুভুমিতে পরিত্যাগ করেন। তখন তারপায়ের আঘাতে জমজম কুপেরউৎপত্তি হয়।মা হাজেরা কুপেরচারপাশে চারটি পাথরদিয়ে সিমানা দিয়ে...

নামাজ পড়ায় আর অবহেলা নয়

সালাত ( নামাজ ) : কোন অজুহাত নেই -পড়তেই হবে !! সুবাহানাল্লাহ এই মানুষটি থেকেও কি আপনি অক্ষম ? আসুন দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত(নামাজ) আদায়ের চেষ্টা করি ! হে আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুন ! হে আল্লাহ আমাদেরকে আমাদের নিয়ত পালনে সহায়তা করুন ! একে সহজ ( পালনে ) করে দিন !! আমীন ! পুনশ্চঃ ছবিটি নেট থেকে সংগ্রহিত ! মনে হচ্ছে নাইজেরিয় কোন এক মসজিদ থেকে তোলা ছবি!! যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ ...

Thursday, 19 April 2012

লোগো ডিজাইন করার কিছু বিষয়

লোগো যে কোন প্রতিস্ঠানের পরিচিতি প্রকাশের সবচেয়ে জোড়ালো প্রতিক। এপল একটি খাওয়া আপেলের ছবি দিয়ে তাদের পরিচিতি প্রকাশ করে, কোকাকোলা তাদের প্রতিকে ব্যবহার করে প্রবাহিত তরলের মত লেখা দিয়ে। কোন ওয়েবপেজে নিল রঙের ওপর এফ দেখেই কেউ বুঝে যান সেটা ফেসবুকের লিংক।  এসব কারনেই প্রতিটি প্রতিস্ঠান উচু মানের লোগো ব্যবহার করতে আগ্রহি হন, অনেকে তাদের লোগো নিয়ে গর্ববোধ করেন। ডিজাইনারদের কাছেও লোগো ডিজাইন একটি বড় ধরনের চ্যালেঞ্জ। হয়ত মনে হতে পারে লোগো ডিজাইনের কাজ কয়টিই বা হতে পারে ? বাস্তবতা হচ্ছে অনেক ফ্রিল্যান্সার ডিজাইনারের কাছে লোগো...

কম্পিউটার সুস্থ রাখার টিপস

বর্তমান যুগের সাথে কম্পিউটার নামটি ওতপ্রোতভাবে জড়িত। এ কম্পিউটারের সঠিক যত্ন নেয়া প্রতিটি পিসি ইউজারের জন্য খুবই জরুরী। পিসিকে গতিশীল ও সুস্থ রাখার কিছু টিপস দিলাম : ১) কম্পিউটারের হার্ডডিস্ক জ্যাম করে রাখবেন না। অপ্রয়োজনীয় ফাইল ও ডাটা হার্ডডিস্ক থেকে মুছে ফেলুন। খুব বড় কোন মুভি থাকলে তা সিডি/ডিভিডিতে রাইট করে রাখুন এবং হার্ডডিস্ক থেকে ডিলিট করে দিন। ২) কম্পিউটারের যেন ভাইরাস আক্রান্ত না করে তাই ভালো মানের অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন এবং নিয়মিত আপডেট করুন। ৩) ইন্টারনেট ব্যবহার করলে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ছাড়াও...